পৃথিবী নিয়ম মেনেই চলে
বদলে যাই আমি এবং
আমার মন আর কাছের প্রাণ গুলো!
পাষাণের ঘুম কখনো ভাঙে না
যেমন ভাঙানো যায় না
তেমনি কোনোদিন ভাঙবেও না;
শুধু ঘুম ভাঙানোর ভান করে মাত্র।


পাথরের মতো- যা গলেও না
চলেও না, নিস্তেজ ;
উদাসী, বিবাগী হয় না তারা
নিজের মন প্রাণ লুটানোর ভাবনায় মত্ত থাকে কেবল,কভু লুটাতে পারে না।


চুলের বেণীর গন্ধ আর ফুলের গন্ধ তারা
আলাদা করতে পারে না
তাই শুধু শুধুই চমকায়,কবি নজরুলও তেমনি কল্পনায় হরিণ চোখের চাহনিতে
চমকে যেতো,যা কল্পনাতে সম্ভব
বাস্তবে নয়।