শিশুতোষ ছড়া ❤️


পল্টু নামের সেই ছেলেটি
আজো ক্ষুধায় কাঁদে
রাতের আঁধার নেমে এলেই
ঘুমিয়ে যায়  ছাদে।


ছোট্ট বেলায় মা মরেছে
বাবাও গেলো চলে
রাখে না খোঁজ করছে কী রোজ০
ডাকে না পল্টু বলে।


তোমরা যারা বসত করো
বাবা মায়ের কোলে
না জানি হায় কতো শান্তি
মন খুশিতে দোলে।


পল্টুর মতো কেউ যদি
থাকে পথে দাঁড়িয়ে
আদর করে বুকে নিও
দিও নাকো তাড়িয়ে।