হায়রে দুনিয়া
   সবাই থাকি মোহ নিয়া
   আসলে সবি মিছে
   দেখ চোখ মেলিয়া।


   আমি শুধু আমাকে নিয়া
   জগৎ চলছে ভাবিয়া ভাবিয়া
   জীবন দিয়ে যাকে ভালোবাস
   সেও যাবে তোমাকে ছাড়িয়া।


   সময় ফুরালে প্রাণপাখি যাবে উড়িয়া
   বন্ধ হলে আখিঁ সবি যাবে ভুলিয়া
   কত স্বপ্ন ,আশা,ভালোবাসা
   জীবনটাকে সাজিয়েছো কত সুন্দর করিয়া ।


    যত আছে অর্থ-কড়ি ধরেছো টানিয়া
    মানব গাড়ি চলছে তোমাকে নিয়া
    দম ফুরালে যাবে গাড়ি,
    পৃথিবীর সব কিছু ছাড়িয়া
     গাড়ির পার্সগুলো রবে শুধু পড়িয়া ।


    পড় হে মন নামাজ-রোজা
    নইলে তুমি পাবে সাজা
    ক্ষমা চাও ,ক্ষমা চাও দু,হাত তুলিয়া
    আবার এলো লাইলাতুল বরাত ফিরিয়া।


   আল্লাহ আল্লাহ বলিয়া
   রাসূলের পথটি লও ধরিয়া
   পালকি যখন যাবে শেষ স্টেশন ছাড়িয়া
   পরপারে নিও প্রভু খাঁটি বান্দা বানাইয়া ।