ভালোবাসা  ও ফুল
  অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত
  জাতীয় ফুল শাপলা বিলে থাকে,
  তাই হয় ভীষণ বিচলিত ।


  গোলাপ বলে হলাম
  আমি ফুলের রাণী
  প্রেম নিবেদনে নিবে মোরে ,
  নিতান্তই জানি ।


  টুকটুকে লাল কৃষ্ণচূড়া
  হতে পারি আমি ও
  সবার মনকাড়া
  তরুণীরা আমায় দেখে হয় ,
  খুশিতে  হয় আত্নহারা ।


  বেলী ফুলে রয়েছে অতীব সুবাস
  তাতে নেই কোনো অবিশ্বাস
  হাসনা হেনা বলে
  দিতে পারি আমি ও আশ্বাস ।


  বকুল ফুলের সুগন্ধে আকুল
  ভ্রমরা হয় ব্যাকুল
  চাঁপা ফুলের চাপাচাপিতে
  বুড়োরা ও চায় মন দিতে ।


  কদম আর গাঁদা ফুল
  চিনতে কেউ করে না ভুল
  তরুণীরা খোপায় পড়ে
  লম্বা যাদের চুল।


  ভোরবেলা শিউলিতলা
  হয় সবার ভীর
  পাখিরা ও করে,
  তখন কিচিরমিচির ।


  সন্ধামালতী ,রক্তজবা
  সৌন্দর্যে পায় বাহবা
  ডালিয়া ,সূর্যমুখী আর গন্ধরাজ
  তারা ও চুপ থাকতে নয় নারাজ
  
  ভালোবাসার রং লাল
  সবাই হয় ব্যথিত
  রজনীগন্ধা বলে-
  সবাই মিলে গড়বো বাসর
  ভালোবাসার সাত রং
  হয়োনা কেউ র্মমাহত ।