তুমি দেখতে খানিকটা বিন্দু
  কোথায় নেই তোমার ছোঁয়া
  গড় তুমি বিন্দু থেকে সিন্ধু
  ক্ষুদ্র হলেও তুচ্ছ নয়
  ছোট থেকেই বড় হতে হয়।


  তুমি আছো জাতীয় ফল কাঁঠালে
  আছো গাঁদা ,দোলন চাঁপায়
  থাক ধরা- ছোঁয়ার বাইরে,
  ঐ চাঁদের আলোয়,
   বেঁচে থাক মানুষের ভাবনায় ।


  আছো তুমি আঁধারে
  কতো আমায় কাঁদালে
  থেকে নারীর ললাটের সিঁদুরে
  সোহাগিনী তুমি তবুও থাক ,
   মায়ের আঁচলে।


  ঐ খয়ের খাঁ
  করে কতো বড়াই
  আমি ছোট জাত তবে
  তুই কেন করিস লড়াই?
  আমি থাকি দাঁড়িয়ে ,
  তুই কেন দিস গরিবের ক্ষেত মাড়াই ?