তোমায় বিহনে
কষ্ট গুলো আনমনে
            মনের খোলা আকাশ
             দিচ্ছে মেঘাচ্ছন্ন আভাস।

ঝির ঝিরে হিমেল বাতাস
তবুও বিষণ্ণ বিলাস
              স্বপ্নরাজ্য আজ ধবংস স্তুপে
               বিরহের সমীপে।


শূন্যতা ধরেছে আকঁরে
দিচ্ছে বিষাক্ত ছোবল মেরে
                মনের শিরা-উপশিরায় ধরেছে পঁচন
                 বিরহ করছে রাজ ভোজন।


ছলছল অশ্রুজল
অনশনে অটল
                  ভাবনায় পড়েছ ভাটা
                  বেঁধেছিলাম কুঁড়েঘর দিয়ে খড়কুটা।


ফেলে আসা স্মৃতি
বিস্মৃতিতে টানছে ইতি
                   ঝরে যাওয়া দিনগুলি
                    বসেছে পাখমেলি।


এসো হে বনলতা
বিসর্জন দিয়ে শূন্যতা
                    নির্ঘুম রাত্রি মরছে হাহাকারে
                    এই বুঝি এলে চুপিসারে।