পুকুর চোর : এই তুই রুটি চুরি করেছিস?
                চোরের বেটা এটা কি করেছিস?
                দেখি তোর বাঁধন কে খোলে!


ছিঁচকে চোর: একটু রুটি খেয়েছি না বলে,
                পেটের ক্ষুধায় অনল জ্বলে।


                পেটের দায়ে আমি আজ রুটি চোর,
                মশাই,আপনি যে পুকুর চোর।


                আমার বেলা শাস্তি আছে,
                দড়ি দিয়ে বাঁধলেন গাছে।


                পরের ধনে করেন পোদ্দারি
                কালো টাকায় গড়েন গাড়ি-বাড়ি
                কোনটি খুলবেন মুখোশ না দড়ি?


পুকুর চোর: এই দাঁড়া কি করছিস,
               খুলছি তবে মুখোশ না
               আমি তো শাসক বুঝিস না
               ভরা মাঠে মুখ খুলিস না।


ছিঁচকে চোর: আপনি চোর কিন্তু সম্মানী
                আমরা সক্কলে জানি


                কিছু করার নেই তাই,
                রেখেছি দস্তর খানাই বসাই


                হায়রে অধম রাজা মশাই।