রত্ন ভান্ডারে তব নাহি সুখ
দেখ খোলা আকাশের নিচে,
মাটিতে লুটিয়ে অন্ন-বস্ত্র হীন-
আপনার তরে পূর্ণ যেন স্বর্গসুখ।


হীরা-পান্নায় যেন ভরপুর
তবু সুখের পিছু ছুটে হয়রান।
নাই নাই বলে অবিরত ,
সুখের লাগি কেঁদে বাজায় করুণ সুর।


প্রকৃত সুখ কোথা আছে?
খুঁজে নাও হে মানব হৃদয়,
অকারণ কেন নষ্ট কর হিয়া।
কর্মে নিজেই আসিবে সুখ তোমা কাছে।


কত আছে সুখ দেখ না খুঁজে
প্রিয়জন পিতা-মাতা তরে
নুন-পান্তা খাওনা যাহাই জোটে,
নিজেকে বিলিয়ে দাও! অন্যের তরে ,


সুখ যে কি ? তা যে বুঝে,
কি হবে ভাই এতো সুখ খুঁজে?