বাংলার অমূল্য অলংকার
লক্ষ নয় কোটি নয়
মাত্র  পঞ্চাশটি ।
স্বরবর্ণে আছে এগার
ব্যঞ্জনবর্ণে উনচল্লিশটি।


লক্ষ লক্ষ সোনার প্রাণ,
করেছে সম্প্রদান।
ছিনিয়ে এনেছে ভাষা,
মায়ের ভাষায় কথা বলব-
এটাই ছিল আশা।


তাজা প্রাণ দিয়ে,
গাঁথা মালা ,
হীরা নয় মুক্তা নয়,
তার চেয়ে বেশি দামী -
অ, আ, ক,খ এর বর্ণমালা।