চোখে আজ স্বপ্ন নেই
শুধুুই ঢাকা ধোঁয়াশার মলিন চাদরেই।
বুকের লালিত স্বপ্ন ধূলিসাৎ,
ব্যাধিতে হাসপাতালের বিছানায় হয়ে আছি কাৎ।


খরচ যোগাতে মানবতার দ্বারে হাত পাতি,
এই অবেলায় “জীবনের শেষ পরিণতি”।
চিৎকারে বলি জগৎকর্তা তুমি কোথায় ?
আমার নয়নমণি শিশু কন্যাকে বলতে পারছি না বিদায়।


দেখো হে সমাজ ফেলে যাওয়া স্মৃতি,
আর কিছু চাওয়ার নেই জীবনের টানছি ইতি।



বিঃদ্রঃ(কবিতাটি সত্য ঘটনা অবলম্বনে।)