দাও না গো একটি টাকা
মানবিকতা কি অমানবিকতার চাদরে ঢাকা?
বেঁচে যাক না একটি কোমল প্রাণ!
সহৃদ ব্যক্তিদের জানাই আজ আহ্বান।


এক মুহূর্ত ভাব রে মন,
দশে মিললে সাফল্য আসতে কতক্ষণ।
এই বাংলায় কোটি কোটি লোকের বাস,
আকাঙ্খা এ মনে যদি পাই একটু আশ্বাস।


“একটি টাকা দাও”
মৃত্যুযাত্রী শিরিনের পাশে দাঁড়াও।
যদি না পাই একটু সাড়া,
একা আমার কি আর করা?


সামাজিকতার দায়ভার,
নৈতিক ও মানবিকতা আজ বড়ই দরকার।
সহায়তার সবল হাতটি বাড়াও,
অসহায়,দুস্থদের পাশে দাঁড়াও।