চোখ থাকতেও সবfই অন্ধ
মানবতার দুয়ার যেন বন্ধ।
মানবতায় কেউ কাতর হয় না,
মানবতা কাঁদে ,কেউ দেখে না।
“মানবতা আজ অশ্রুসিক্ত”
আমরা যেন সবাই নীরব ভক্ত।
হৃদয় যেন ইঞ্জিনের রোবট,
মনুষ্যত্ব যেন খাচ্ছে হোঁচট।
পাথুরে হৃদয় যেন গলে না,
গরিবের কান্না কেউ শুনে না।
হে মহামানব একটু তাকাও ফিরে,
প্রকৃত সুখ দেখ তাদের ঘিরে।
কেন আজ দেখে ও দেখনা,
অসহয়ের প্রাণে যে সহে না বেদনা।