পরাণখানি উঠছে কেঁদে বন্ধু বারেবার
স্বপ্ন ভেঙ্গো নাকো আমার করি যে আবদার
দূরে কিংবা কাছে  রই ভালোবাসায় রবো
পরকালে সেদিন কিন্তু আমিই তোমার হবো।


ধরার কাছে রইলো জমা এই না মিনতি
অবেলাতে পাঠ করে যায় প্রাণের প্রিয়তি,
রাত-বিরাতে আঁধার কেটে জ্যোৎস্না দেয় আলো
তাই না দেখে জোনাকপোকার লাগে ভীষণ ভালো।


কালের স্রোতে যায় যে ভেসে প্রেম-পিরিতির গান
জলের সাথে জলের পিরিত বয় যে মনে বান,
দুরাশাকে দূরে রেখে স্বপ্ন ভাঙি রোজই
ঘৃণার মালা গলে পড়াই তবু তোমায় খুঁজি।