পবিত্রতায় দিন গুলোসব কাটুক সুন্দরতায়
আত্মশুদ্ধি করো সবাই সময় চলে যায়
হয়তো ফিরবে আবার যখন তুমি রবে না
সুখের পরশ পাবে সবাই নিজেই কথা কবে না।


সময় থাকতে লও গুছিয়ে হিসেবের খাতা
ভালো কিছু রাখো তাতে ভরে যেনো পাতা
হেসে খেলে দিন চলে যায় খবর রাখো না
কিসের নেশায় ছুটছি সবাই বুঝেও বুঝি না।


ক্ষমা করো! ক্ষমা করো! চাই প্রভু আশ্রয়
রহমতের দুয়ার খুলে দূর করো যত ভয়
মনের ঘরের পাপগুলো সব ধুয়েমুছে দাও
পরমস্নেহে বান্দাকে খোদা কবুল করে নাও।