২৮.
গরিব দুঃখীর
নীরব কান্নার
নদী বয়ে যায়।


উজান গাঙের
পাল তোলা নৌকা
উজানেই বায়।


২৯.
হাজার বছর
দেখি না তোমায়
বলে প্রিয় মুখ।

এমন কথা শুনে
এসেছে জোয়ার
পুলকিত বুক।


৩০.
ভালোবাসাবাসি
বলে কিছু আছে?
করোনারা বলে।


কাছের মানুষ
চিরতরে যায়
একা একা চলে।