তোমার  কবিতা জীবনে এনেছে প্রেমের জোয়ার কবি,
কখনো মনেতে বাসনা জাগায় আকাশ ছোঁয়ার ছবি।
কখনো বা কাঁদি হাসিও আবার ভয়ে থরোথরো কাঁপি,
তেপান্তরের মাঠ পেরিয়েই ঢেউয়ের  তরে ঝাঁপি ।


তোমাকে খুঁজেছি নিয়ন বাতিতে অচেনা শহরের ভিড়ে,
ফেনিল আকাশে ইথারে ইথারে রয়েছি তোমাতে ঘিরে।
সময়ের ভাঁজে শোক পাখি কাঁদে স্বপনেতে দেখা দিও,
সুখ জাগানিয়া স্রোত তোমাতেই খুঁজি ওগো মোর প্রিয়।


কালের স্মৃতির পাতায় পাতায়  তোমার নামটি ঘিরে,
হৃদয়ে গেঁথেছ রক্ত করবী ফোটে সোহাগের নীড়ে।
দূরাকাশে উড়ে মেঘ রাঙা চিল ক্লান্ত দেহের ভাঁজে,
তাঁতের শাড়িতে বাউরি বাতাসে প্রভাতী নতুন সাজে।


কবি কাজী নজরুল ইসলাম তোমার স্মরণে প্রাণ,
হৃদয়ের কোণে আজো আছো করি তাই এতো সম্মান
অবেলার ডাকে বিদ্রোহী গানে সবকিছু ঘিরে আছো,
পিছু-ডাক যতো পেছনেতে ফেলে ভালোবাসা-নীড়ে আজো।