বুকটা শূন্য শূন্য লাগে
উদাস উদাস মন
কার লাগিয়া হৃদয় পুড়ে
কোন সে আপনজন।


শুকনো পাতার শব্দ যেনো
বাজে আমার কানে
রাখালিয়া বাজায় বাঁশি
দোলা লাগে প্রাণে।


পাখির মতো ফুড়ুৎ ফুড়ুৎ
ডালিম ডালের ফাঁকে
শিস দিয়ে যায় দোয়েল পাখি
ইশারাতে ডাকে।


আয়রে টিয়া ময়না আমার
থাকিস না আর দূরে
মন ভুলিয়ে দে না ওরে
কুহূ কহু সুরে।


নিঃস্ব আজই সাঁঝ বেলাতে
রাঙিয়ে দিস রে তুই
মন ফাগুনের আগুন নিভে
তোরে যদি ছুঁই।