আমি তারে চিনি বৃষ্টির রিনিঝিনি
মনানন্দে চলে ছন্দে ভালো-মন্দে
বাজে বাঁশি রোদেলা হাসি ভালোবাসি
সে ডেকে যায় সখি আয় আয় গান গায়।


ইশারায় কথা কয় রাত শেষে ভোর হয়
দূরালাপনীতে সুর লহরীতে
কী যাদু জানে সে আকাশে বাতাসে
উড়ায় রঙিন ঘুড়ি লাল নীল পরী।


তুমি আজ আছো তাই বিরহের গান গাই
তোমায় ভালোবেসে কবিতার শেষে
জুড়ে দেই হৃদয়খানি বাতাসের কানাকানি
সব ভুলে যাই যদি কাছে পাই।


যদি হয় ফিসফিস তবুও করি মিস
ভালোবাসা অন্ধ লোকে বলে মন্দ
তাতে কিছু যায় আসে না মনের বায়না
লিখি তাই প্রেমের কবিতা নাম দেই সবিতা।