-খোকার স্বপ্ন


থাকতো যদি রঙিন পাখা
যেতাম চাঁদের দেশে।
প্রজাপ্রতি হতাম সে যে
ঘুরতো নানান বেশে।
তাইতো খোকা স্বপ্ন দেখে,
ঘুমের রাজ্যে এসে।


-চাঁদের বুড়ি
  


পুব আকাশে তিমির মেঘ
  ছুটছে এলোমেলো।
তাইনা দেখে চাঁদের বুড়ি
দৌড়ে বাইরে এলো।
সূয্যি মামা মৃদু হেসে
দেয় যে আপন আলো।