শুধু কবিতাকে ভালোবেসে
মেঘবালিকার খোঁজে একলা মন নিরুদ্দেশ
বিবর্ণ অতীত অনাগত ভবিষ্যৎ বেঁচে থাক অশিক্ষায় ।


মনে পড়ে হলুদ পাখি আর দেবদারু
এ এক অন্য রকম ভালোবাসা ।


ফিরে দেখা ঝড়ের মুহূর্তে হে প্রেম নিঃসঙ্গ আমি
এক আকাশ সূর্যালোকে আকাশ ছোঁয়ার স্বপ্ন
সুবর্ণ রেখার তীরে যদি ফিরে আসে ।


আজ আমি বার্তাবহ অচিনপুরের যাত্রী
মুখোশের আড়ালে নিঃসঙ্গ ভালোবাসা ।


প্রথম বৃষ্টির সুখ ,নববর্ষের আনন্দ ,মেঘলা আকাশ
ভালোবাসার অন্য এক নাম ;মানসী
তোমাকে আমার আজ বড় প্রয়োজন
তোমার সাথেই থাকতে চাই ।


সুরঞ্জনা ,তুমি স্বপ্নালোকের কন্যা ;
বড় অচেনা তুমি , অকালে ঝরে যাওয়া এক তাজা প্রাণ
বাঁচতে চেয়েছিলাম ;কেন দিলে নির্বাসন ?


মনের কোণে প্রশ্নচিহ্ন ??  দাও সেই পরিচয় ।



( বি:দ্র : আসরের প্রিয় কবি মিমি দিদির কবিতা গুলোর শিরোনাম আমার খুব ভালো লাগার ফলে, কবিতার ৪০ টি শিরোনাম দিয়ে এই কবিতাটি রচনা করেছি ।এখানে আমার কোনো অবদান নেই। কবিতাটি আপনাদের ভালো লাগলেই আমার স্বার্থকতা ।আমি এই কবিতাটি প্রিয় মিমি দি কে উৎসর্গ করলাম। )