প্রিয় তুমি দূরাকাশে
          একা চলে গেলে !
         আমাকে একাকি ফেলে।
          বেদনার চুরাবালিতে।


   কেন তুমি এত নিরব?
             অপলক চোখে আছো চুপচাপ
   আমি ভোগ করছি যত যন্ত্রনা
             আর বিরহের পরিতাপ।


  তুমি কি ভুলে গেছো ?
         আমাদের অঙ্গিকার ,
  কত  কথা  রেখেছি আঁকি
        কেন দিলে আমায়
      এভাবে ফাঁকি ।


    তোমার হাসি ,
        আজ স্মৃতি হয়ে ভাসে
    দু’নয়নের পাতায়
          তোমার হাতের ,
     সপর্শ যদি পেতাম
         যত্ন করে রেখে দিতাম ।


  তোমার কথা গুলো
       মুক্তার মালা হয়ে আছে ,
  ক্ষণে ক্ষণে হৃদয়েতে বাজে ।


  তোমার দেয়া সেই-
        শাড়ী-চুড়ি আর কাজল
  আজ শুধুই চোখের জল ।


  তুমি একটা স্বার্থপর
       শেষ কথাটিও বললে না
  বিদ্বান হবে বলে
        বিশ্ববিদ্যালয় পড়তে গেলে
  অনেক অপেক্ষার পর
        শুধু নিস্তেজ দেহ হয়ে ,
   সেই ফিরে এলে ।


  তুমি নিরব ,চুপচাপ
        কোন কথাই বললে না ।
  আমায় দেখে একটু হাসলেও না
        আমায় কেন নিলে না ?


  তোমার পাশে,
            অন্ধকার ঐ ঘরে
  থাকতাম তোমার
             পাশে বসে ।


  তুমি একটা স্বার্থপর
      আমায় করলে পর
  হতে পারিনি আমি বধূ
      আর তুমি বর,
  সত্যিই তুমি একটা স্বার্থপর ।