দেখো মেয়ে আকাশ পানে চেয়ে!
মেঘের ভেলা করছে তুমি এলে বলে।
চড়ে চাঁদের পালকী এলে আজ কী!
বিশ্বজগৎময়ে,তাই শুকতারা গেল ক্ষয়ে।


তোমার জন্য সকল অরণ্য হলো ধন্য,
প্রকৃতির মেয়ে তোমায় পেয়ে চাঁদের হাসি ঝরে
কিছু কথা কও বুকে তুলে লও;পরানের তলে
একটু ভালোবেসে মধুর আবেশে।


যদি করি ভুল হাজার তারার ফুল
দেবো তোমারই গলে,পাখির কলতান
শত গায়কের গান ,কবির কবিতা
সবই তোমার জন্য সবিতা।


পাহাড় থেকে ঝর্না নেমে নাচে তাক
ধিন ধিন,এই হৃদয়ে দোলের দোলায়
বাজছে সুখের বীন,আজ তোমার জন্মদিন
শুভ শুভ শুভ জন্মদিন।