মন বসে না কােনো কাজে নিত্য কাঁদে হিয়া
কেমন করে বলি তারে আমায় যাও গো নিয়া
সে যে আমার মনের আয়না,
ক্ষণে ক্ষণে ধরে বায়না
হৃদ মাঝারে বসে আছে আমার প্রাণের টিয়া
আমায় রেখে কেমন করে দূরে থাকে গিয়া।


তাই তো তারে দিবানিশি করি ডাকাডাকি
স্বপ্নে এসে দেয় যে প্রিয় বারেবারে ফাঁকি
বন্ধু সে যে বড়ই পাষাণ ,
দিচ্ছে হৃদে কতোই বান
মনের খাতায় শূন্যে পাতায় কতোই স্বপ্ন আঁকি
হৃদয় তলে লেনাদেনা আছে কিছু বাকি।


কেউ দেখে না প্রেম যমুনায় চলে জোয়ার ভাটা
পাগল প্রেমিক দুঃখ দিয়ে বলে যখন টা টা।
আমার প্রতি নাই যে তার টান,
মনটা ভেঙে হচ্ছে খান খান ।
দিকে দিকে চলছে এমন ফুলে যেনো কাঁটা
সুখের ঘরে দুখেরই বীণ আসে যখন ভাটা।


আসুক জোয়ার ভাসুক যে প্রাণ সকল প্রেমের গাঙে
দেখবে সবাই নদীর মতোই হৃদয় কেমনে ভাঙে!