একটা অপ্রাপ্ত ছবির দিকে তাকিয়ে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া। শুধুই নিজের জন্য, মহাবিশ্বের সৃষ্টি ফাঁকি দিয়ে;এটাই কি অচৈতন্য মন?
সুপ্ত একটা ফোঁটা  প্রকাশ পায় অগভীর সাগরে।
কি হয়? কল্পনায় নেশার ঘোরে শব্দের ছবি আঁকি।
ভুলে যায় পৃথিবীর গতি; তেজ না হয় ধীর!
মন তো ছুটে নিজ বেগে; গতিহীন স্বপ্ন।
ডানা কাটা পাখির বাসা বানাতে বানাতে ভুলে যায় কল্পনা।
শুধু অপেক্ষা, এক একটা মুহূর্ত রঙ্গিন হয়ে ধরা দেয়, সুখের পরম তৃপ্তি ।
দৃষ্টি আটকে আসে হাজারো কলরবে ভিড়ে।
ভিড় করে শব্দের ছবি, ভিড় করে কল্পনা, ভিড় করে মুহূর্তগুলো; ভিড় করে ভয়।
"হ্যাঁ" আর "না" দুটি মূর্তি ধারণ করে পুজোর প্রকাশে ছুটে আসে।
কখনো মনেই হয় না একতরফা সূর্যের ছায়া ;আকাশের তারা খন্ড।
নিরাশা তখন হয়, সাজানো স্বপ্নের বাসা ভেঙ্গে যায়, ডানা কাটা পাখি উড়ে যায়।
আহ্ হাঁ ! ।।