ভাটিয়ালি গান ধরিছে , তরী দিয়েছে ছাড়ি।
বৈঠা চলে পাল তুলিয়া, আকাশ কুসুম পাড়ি।
মাঝির কন্ঠে রাগিনী নাচে, গ্লানি ক্লান্তি ছাইয়া আসে।
তেজ হীনা মাঝি বৈঠা টানে, ক্ষনে ক্ষনে নিপাত নামিয়া আসে।
ক্ষীণ কন্ঠে ধ্বনি ভাসে,
ধরণীর বুকে ঢলিযা পড়ে !।
চেঁচিয়া ! চেঁচিয়া ! মাঝি চেতনা রাখে ,জোর করিয়া নড়ী বৈঠা টানে।