চোখ য়েদি ধায় , গন্তব্য সেদি হায় ।
পথ চলা অসিমে , দূর দূর বহুদূর অজ্ঞাত কিনারায় ।
দির্ঘ শিথিল বনে, কুহু ডাক মনে মনে।
বিভূতির শশ্মানে রাশি রাশি জমে উঠে, তরূদল পালাযন খাঁ খাঁ চত্ত্বরে।
জেগে জেগে রবি হাসে, মুক্ত সে নীল আকাশে!
গগনতে চেয়ে দেখি, কালো বায়ু জমে উঠে।
হাঁসফাঁস করে সবে, বিষ বায়ু প্রান নেবে!
নিবন্ত দেহ কাঁপে , কুহু ডাক মনে জাগে!
অতীতের দিন সব, স্মৃতি হয়ে জমে থাকে।
বাহুবলে ভূমি ডাকে, আসো বাছা শয়নতে।