সহ্যের সীমা হারিয়ে ফেলেছি, গৃহে আজ গৃহ বন্দি।
ভেবেছো কি সেসব দিনের কথা, অফিস, আদালত, আড্ডাবাজি , গল্পগুজব!
না হয় দুদিন বন্ধ থাকবে, প্রান খানা তাতেই বাঁচবে।
বিষাদ খানা লেগেই থাকে, হিংসা-ঝগড়া হয়েই থাকে,বন্দি যদি না হয় তবে দুঃখি তো পরে হবে! কে জানে সময় যদি না দেয় পিছে।
গাড়ি, বাড়ি, গহনা গুলো মূল্যহীন হয়ে যাবে, মূল্য যদি পেতে চাও, গৃহ বন্দি হয়ে যাও।
জগৎ জুড়ে মহামারী, চলছে মৃত্যুর হাহাকারি!
মূল্য তোমার জানা আছে, মূল্য তুমি কাকে দিবে!
জীবন খানি রেখে তুমি মায়া মমতায়  হানা দিবে, সংসার খানা সুখের হবে,
বন্ধুত্ব ফিরে পাবে, শ্রদ্ধা তুমি ফিরে পাবে।
সুদিন আবার আসবে ফিরে, ধিরে ধিরে গতি পাবে, বাজার দর শুরু হবে।
আলিঙ্গন ফিরে পাবে, হটাৎ করে দেখা হবে, বড়ো আসর জমে উঠবে, সুযোগ আবার আসবে ফিরে।
নায়ক তুমি তখন হবে, বুঝেশুনে কাজ করবে!
ধরণীর বুকে ফুল দিয়ে দিবা শেষে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করবে।
জীবন খানি আজ ও আছে, সংসার খানা অটুট আছে।