চোখে মুখে জল নিয়ে,
ছোট শিশু জোরে বলে!
" মা'ম মা'ম ভুখ লালে"।


বেলা বেজে বারোটা,
ঘরদোর বন্ধ!
পাড়া ছুটে লোক আসে,
এসে শুনে ক্রন্দন।


হাকডাক দিয়ে বলে,
কিরে তোরা জাগ'রে;
ঘুম ভেঙে জেগে দেখ,
ছোট শিশু কান্দে।


চেঁচামেচি করে বলে,
দোর ভেঙ্গে দেখ'রে;
খালি পেটে শুলে বুঝি,
ঘুম ভাঙ্গে সন্ধে।


লাঠিসোটা চেপে ধর,
কড়কড়ে ভাঙ্গে দোর!
ফুটফুটে শিশু বুঝি,
ঘুম ভেঙে কান্দে;
" মা'ম মা'ম ভুখ লালে"।


শিহরনে দেহ কাঁপে,
আঁচল'তে দেহ ভাসে;
হৈচৈশূন্য ক্রন্দন পূর্ণ।


নিঃস্ব জন বিশ্বজুড়ে,
মরছে নাকি ঘরে ঘরে।।