নিরাকার নীর গগনে, তীক্ষ্ণ দৃষ্টির নিস্পলক নয়নে চেয়ে রই।
তপতী তীরে মাঝির কন্ঠে গীত ছুটে দিগন্তের সূচনায়।
স্নিগ্ধ শোভনে পবন ছুটে বিচলিত চিত্ত কেঁপে কেঁপে ওঠে।
নক্ষত্র গুচ্ছের ক্ষীণ জ্যোতি মিটমিট করে নভস্থলে।
ঝিঁঝিঁ ডাকে ক্ষুপের আড়ালে , সলিল সমাপ্তি অচিন দেশে খলখলিয়ে ছুটে।
প্রদোষকাল শাঁখের ধ্বনির  আন্তরিক আহ্বানে, সাড়া দেয় নির্গমনের।