কেউ বা নেবে কলম টেনে, কেউ বা নেবে চোখ রাঙ্গিয়ে,
হুতুম পেচার দেশ।
মাচি মশার পেনপেনিয়ে"
দুখ হবে শেষ।


গায়ের হলুদ দুলাল ভাই ,
গান বাজিয়ে কয়,
আসবো আমি, বাচবে সবাই
লেজ কাটা চার পায় ।


গাবার রাজা অমুক বাবু ,
চশমা সাফ করে,
বলাই ভালো অশেষ আশা, ধর ফর বুক করে ।


মালাই চায়ে , সুরুত করে , তর্ক যুক্তি  সই,
তমুক মিয়া সবচে ভালো  ,
ঠোট নরে সবটাই ।


রাজার রাজ্য প্রজায় দাসী,
বন্যা চাল ডাল,
বন্দি বোজাই কলম ধারি
হাসে নিরুপায়।