দোয়েল তুমি পাড়ি দেবে, খত আমার নিয়ে যাবে! সঙ্গে নেবে হৃদয় আমার; দূর দেশেতে পৌঁছে দেবে।
ঐ দেশেতে থাকবে তুমি, মিষ্টি সুরে গান শোনাবে, সঙ্গ তুমি তাঁকেই দেবে, অচিন পথিক কথা কবে!
বাগিচায় সেই ফুল ফুটেছে, ডালি ডালি ফল ধরেছে!
পক্ক রসে বাতাস ভরে , গুনগুনিয়ে ভ্রমরা নাচে; এদিক সেদিক ঘুরে ফিরে নীরব মনে ছুটে চলে, তোমার ফেরার প্রতিক্ষায়।
রক্ত ঝরা কন্ঠ নিয়ে ক্ষীণ সুরে বলে দিও ! ব্যস্ত সময় দিন কেটে যায়, ছোট্ট জীবন রাত্রি কাটায়! আলুথালু ঐ কল্পনায়।
পরদেশী তুমি ফিরে এসো এক প্রাণে দুটি জীবন।
সুজন শীল কাব্যকথায় ভাঙাগড়া জীবন ধারায়।


দুঃখ ভোলার গল্প কথায় সাত সমুদ্র কম পড়ে যায়!
নোনা পানি চক্ষু ঝড়ায় বিশ্বব্যাপী ডুবে যায়।
অকাল বেলায় মনকে জিগাই, বর্ষা কাল এখন নয়, তবু কেন অঝর ধারায় বৃষ্টি ঝরে জীবনটায়!?
(খত - চিঠি,পত্র ।। জিগাই- জিজ্ঞেস)