পুরুত বলেন ঘাটের মড়া, জল খেয়েছিস  ডুবে;
ন্যাড়া মাথায় ঘোল ঢেলে,করবো এবার সিধে।


হোম যজ্ঞ করতে হবে, প্রায়শ্চিত্ত ত্রাণ!
টাকাকড়ি দিলেই বাপু,কপালে জুটবে পরিত্রাণ।


অচ্ছুত জানিস নিচু জাত, শ্মশানে কাটায় রাত;
কোন সাহসে দিলে বাপু,পুষ্করিণীতে হাত?


খালখন্দর শুকিয়া আছে, খরা ধরেছে গায়ে;
জলের আকালে ছাওয়াল গিলা, অপাতে যাইচ্ছে মরে ।
বুক ধড়ফড় করিয়া উঠিল স্নেহের মরণ টান!
ব্যথা ভরা বুকে আসিনু ছুটিয়া, যদি পাই খানিক জান ।
সর্দার বাবু জানিবার পরে, করিলো যে মোরে মানা;
নিরূপায় ভাবি সায় দিল মন, ডাকিলো অন্তর খানা ।


পুরুত বলেন ঘাটের মড়া,
অজুহাতে দিয়ে ক্ষমা নেই বাপু, বাঁচিবে যে তোর জান;
পূর্ণ করিতে ধন নিয়ে আয়, কিনিতে যাই সামান।