সেই ভালো যাকে কথা বলিনি!
সেই ভালো যাকে পাশে পাইনি!
সেই ভালো যাকে ছোঁয়া হয়নি!
সেই ভালো যাকে স্নেহ মায়া জড়াইনি!
সেই ভালো।


মা কাঁদে বাবা কাঁদে, মনে মনে শুধু বলে, তুই কেন আমার কোলে?
মায়ের হাতে বাবার কাঁধে গড়াগড়ি ছিল জীবন, তবে কেন? বিদেশ বিভূঁইয়ে?


বেঁচে থেকে এই দেখি , তোর যেন শেষ দেখি।
সেই ভালো যে আসেইনি জগৎ সংসারে।
সেই ভালো।