অপূর্ব কথা মাখা !
নরম শান্ত ।
তথাপি ! গলা বেজে গান গায়,
আমি! সবার  সেরা।


মৃদু হাসি! কথা কই , মন ওঠে নরেচরে।
মানজ্ঞান! ঝেরে মুছে, আওরাই সব বুঝে।
আঁকিবুঁকি ! দেয় সদা, রস ভরা চাঁদ হেসে।
নিশাচর ! সেই খুঁজে , অনুভবি জানে সে।
চোখাচোখি! হলে তবু, ডুব দেই সাগর তে।


ম্লান হাসি মুখে থাকে , অভিনয়ে হাসায় যে।।