জীবনের আনাগোনা পথ পানে চেয়ে রয়!
সুখ দুঃখ মিলেমিশে চেতনায় সাড়া দেয়।
আঁখি জলে ভেসে উঠে, ঠোঁটে হাসি লেগে থাকে!
বন্ধূর পথ ঘাট আগে পিছে  ছুটে আসে।
আবেগতে ভরে উঠে, মনে মনে জেগে উঠে!
ফেলে আসা দিন নয়, আজ নয় কাল ঠিক পাখি উড়ে চলে যাবে;
দূর দূর বহুদূর!অজ্ঞাত সীমানায়।
স্নেহ মায়া জগতে, খালি হাতে হেসে খেলে, ফেলে যাবো স্মৃতি জোড়া, কর্মতে বেঁচে থেকে।
ভাবনায় বয়ে চলা, আশা নিয়ে পথ চলা, নিরাশা চেপে ধরে মরন তো আসবেই, তবু মন ভুলে যায় , সুখে দুঃখে দিন কাটায়।