এই রোদ পালানো বিকেলে দিনের সব আয়োজন হলো শেষ,
সময়ের আনাচ কানাচ জুড়ে খুঁজি কেবল জীবনের মেঠোপথ;  
যেখানে  হাত ফসকে যাচ্ছে দূরে সম্পর্কের ধারাপাত!
প্রাঙ্গনে আসেনি বসন্ত তবে তার পাপড়ি গেছে ঝরে
তাই অনিবার্য স্মৃতি বুকে নিষ্ফলা জমিনে ফুরায় কলমের দাগ।


আজ সংস্করণহীন অস্তিত্বের কোষ, নদী জল শিশিরের কণা,
বৃষ্টির পাঁজরে মিশে যায় পাপ পুণ্য যতো নর্দমার জল, বিষাক্ত হেমলক
ঝরাপাতা আদৌ জানেনা গন্তব্য, কোথায় আছে তার শেষদৃশ্য
সময়ের নির্যাস ফেরে আসে শকুনের প্রলুব্ধ আয়োজনে;
তাই একতরফা ঘুমে অচেতন হয় মোহময় রাতের নাজুক শরীর।


অহেতুক যুক্তি তর্কে ঘোলাজলে হারায় শিশুর হাতের মার্বেল
মলিন চিবুক ঘিরে আসে শত নিরুত্তর প্রশ্ন, প্রতীক্ষিত রহস্যদ্বার
অন্তিম বয়ানের অপেক্ষায় আজন্ম পাঠক হয়ে জেগে থাকে যুগল ভ্রু
পার হয় কতো লোকাল সময়,কালের অনন্ত প্রভাত
লোকজ নগর ঘিরে শেষ ট্রেনে চলে  ভ্রমণের দিনপঞ্জি!