পরের জনমে যখন তুমি বিশের কোঠায় ,তখন আমি অষ্টাদশী
আগাম দিনে বৃষ্টি নিয়ে মেতে রবো, আমি তুমি দুজন মিলে
সুযোগ পেলেই বিছিয়ে দেবো কনকচাঁপার হলুদ পরশ
উঠোন ভর্তি কোমড় জলে, কেমন হবে? বললে নাতো?
বাতাস তখন উড়ো উড়ো চুল,গল্প লিখবে হেলেদুলে!
পরের জনমে তুমি শুধুই আমার হবে, গুটিসুটি স্বপ্নগুলো
আর হবে না এলোমেলো, এখন থেকেই গুছিয়ে নেবো
কেমন হবে তাতো বল? থাকবে মনে?

পরের জনমে বাড়ন্ত রোদ, অযুত ভালবাসার সাক্ষী হবে
দীঘলদেহী ভালবাসার শরীর জুড়ে কেবল রবে
ধুপের গন্ধ, ফাল্গুনী সুখ, দুষ্টু পাখির মৌটুসি গান!
পরের জনমে শুধুই তুমি আমার হবে, বুক খামচে ধরা
কাম সুরভী, তরুন ফুলের অধর ছোঁয়া লুকোচুরি
যেন, ঘাসের বুকে লেপ্টে থাকা শিশির কণা, নদীর জলে
ঢেউয়ের আবেগ, মহুয়া বনে জ্যোৎস্না-মাখা আলোর পরশ।


পরের জনমে আসবোনা আর ন্যাড়া ছাঁদে, দুজন মিলে
ঘর বানাবো বন-পাহাড়ি সুবজ মায়ায়, ঘাসের ঠোঁটে হাসি রবে
উদোম হাওয়ায় নড়েচড়ে দোলবে তখন ভালবাসার মিহিন সুতো
দুজন মিলে পড়ে নেবো কলস কাঁকে মেঘ আকাশির ঠোঁটের বানান,
কান পেতে শুনবো দুজন, জলের কথন, নক্ষত্রের গান
এ জনমে গুছিয়ে নেবো, আগাম দিনের বুকের বুনন, সময় নাটাই!
উঠোন জুড়ে কাব্য রবে, বুনবো ফসল সবটুকু তার
দুজন হবো মগ্ন চাষী, কেমন হবে তাতো বল?  থাকবে মনে?


পরের জনমে শুধু আমরা রব, আর কেউ নয়
তুমি হবে বিশের কোঠায়, আমি তখন অষ্টাদশী।


(ভালোবাসাই পারে মানুষকে মানুষ হিসাবে বাঁচিয়ে রাখতে। সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা...............যদিও ভালোবাসা প্রতিদিনের, এর কোন তারিখ নির্ধারণে আমি রাজী নই)