(শ্রদ্ধাঞ্জলি: কবি রফিক আজাদ। তিনি বেঁচে আছেন তাঁর কাব্যে)


রাস্তা বদলে যায় নতুন বাঁকে
মানুষের মনও বদলায় জানি, আবহাওয়া, জলবায়ু সব বদলায়
আয়নায় চেহারা বদলায়, প্রশ্নের হিসাব খুঁজে আগামির ইতিহাস
বদলে যায় সব, তবু নিঃশ্বাস চলে বুকের অলিগলি পথ ছেয়ে।


তাঁর চশমাটা কি আছে টেবিলে?
সেগুন কাঠের আলমারিতে ভাঁজকরা সিল্কের পাঞ্জাবী
টেবিলের উপর শেষ লেখাটির পাণ্ডুলিপি আর কলমের অচেতন শরীর
জীবন বদলায় মৃত্যুস্বাদে,হয় ইতিহাস।