কারুকাজে রিপু করবো না পুরনো কোনও স্বপ্ন
রোদজামা আর সময়ের মেঠোপথে দুঃসাহসী চলা,
বৈধ-অবৈধ যা কিছু সবুজ সবটুকু দিয়ে
নতুন বাতাসে হৃদপিণ্ড কাঁপানো আওয়াজ তুলব,
.
আঙুলের ফাঁকে কু-আশা ঘেরা দিনলিপির
হিসাব খুঁজবো না, বরং প্রশ্নমুখী আলোপুস্প, আর-
কবিতার মর্মর তোমাকে দেবো,
বয়সের কালো ক্ষত উড়ে যাক সময়ের ক্লিনজারে;
.
আমার ভেতরে বয়ে যাওয়া মানবতার চিৎকার
তোমার ভেতরে জেগে উঠুক,সপ্রাণ
সঘন রাত্রির বোতাম খুলে--
উড়ে যাও তুমি সত্যের নির্মোহ প্রত্যুষে!