জন্ম হতেই মৃত্যুপথে পা রেখেছি
সবাই যেনো ঘর-গেরস্থি সামলে নিয়ে দিব্যি এখন
গাছের শিকড় শক্ত করে ধরছে চেপে
ভাবছি বসে যেতেই হবে মহাকালের পথ পেরিয়ে
দূর তারার মাঝে মেঘ উড়াতে
যতোই ডাকো জন্মনামে , ফিরছি না আর এই ভুবনে
এখানটাতে দেখছি কতো খুনখারাবি, রক্ত চোষক
প্রতিশ্রুতি ভেঙে দিয়ে গায়ের রঙ মান্দা হতে
আকাশচুম্বী লোভের নেশা চাইনা নিতে মাথা পেতে
চাইনা হতে নকল খোসায় মানুষ নামে পণ্য হতে
বুঝে গেছি......
গাছের বয়স বাড়ে ঝড়ঝাপটা বুঝে নিতে।