মা-ই জানে, সব আড়াল।
......
খাবারের থালায় চুল, মা কেমন আছিস তুই?
...
পানদানিটায় কেবলই ডুবে যায় মা'র মুখ!


...
মা তুর হাতের মার!
নিজেকে জড়াই আঁচলের নীচে।
......
বৃষ্টিঝরা মধ্যরাত
আরেকটু জড়াই মায়ের বুক
...
ভুল দেয়াল টপকালেই,মায়ের কন্ঠ-
ইট-শুড়কি মেপে চলিস্‌।
...
জ্বরে পুড়ছে শরীর
ডাক্তারের পরামর্শ,পেরাসিটামল নিন
আমি বলি মা—কে এনে দিন।
...
মাথায় মায়ের হাত
কাঠপোড়া রোদেও একপশরা ঠান্ডা বাতাস।
...
মায়ের বুক আর ঝর্ণার জল দুজনেই
স্বচ্ছতার মুরৎ!
...
শৈশব আর মা দাঁড়িয়ে
ঘরের চৌকাট ছুঁয়ে।
......
ক্ষুদা কিংবা অসুখ
টের পায় মা।
.....
আঁচলে হলুদের দাগ আর হেঁসেলের ধোঁয়ায়
মায়ের আনাগোনা।
......


মায়ের মিহি রুমালে নকশীকাঁথা
জীবনের প্রথম অক্ষর
......
মায়ের ভেতর জীবন
ভয়হীন নিরাপদ।