আমি সেই নর,
যে সকাল সন্ধ্যা তোমাকে ভেবেছি,
দেখেছি তোমাকে অই নিল আকাসে,
ভেবেছি পারবো কি কখনো তোমাকে স্পর্শ করতে.


আমি সেই নর
যে তোমাকে পেয়েছি,
কুনকুনে শীতের সেই ভোরের কুয়াশায়,
ভেবেছি পারবো কি তোমায় কখনো এই বুকে ঝরাতে.


আমি সেই নর
যে তোমাকে বুঝতে চেয়েছি,
রিমঝিম সেই বাদল এর মাজে দারিয়ে,
ভেবেছি পারবো কি তোমায় এ জীবনে অনুভব টুকু করতে.


হ্যা আমি তোমায় পেয়েছি,সেই বদ্ধ ঘরে
নেই কোনো আলো যেটায় দেখব আমি তোমার মুখ,,


হায়রে জীবন এরই নাম কি সুখ