দিনের বেলা আমার ঘরে
স্বজনেরা আসে,
কতো কথাই বলে তারা
শিয়রেতে বসে ।
আমার ঘরে জ্বললে বাতি,
সবাই করে মাতামাতি ।
সুখ ভোগে গো দিবারাতি
থেকে আমার পাশে ।
যখন ঘরে আঁধার নামে,
জীবন চলে অনুগামে ।
স্বজনেরা ক্রমে ক্রমে
সরে পড়ে ত্রাসে ।
বয়ে চলে মহাকাল,
জীবন নদীর করুণ হাল ।
মানুষেরা ঠক, মাতাল;
স্রোতের তালে ভাসে ।


০৩/১২/২০০৮ খ্রিস্টাব্দ
১৯ অগ্রহায়ণ ১৪১৫ বঙ্গাব্দ