(আমি) ঘুমিয়েছি মায়ের কোলে,
সারাক্ষণ মা রাখিস আমায়
আঁচল তলে।
দিনের শেষে রাত্রি আসে
যদি আমায় টেনে নিতে,
যাস নে চলে আমায় ফেলে
রাখিস মা তোর হাতটা পেতে।
হাজার ব্যথা দিলেও যাস নে
আমায় ভুলে।
ঠাঁই দিস মা তোর মায়ার বুকে,
থাকিস পাশে সুখে-দুখে।
দাসী হয়ে থাকব আমি
পদ্মজলে।
আমার ঘরের পিদিম যে তুই
নীল আকাশের চন্দ্রতারা,
আঁধার রাতের জোনাক যে তুই
নদীর উত্থাল স্রোতধারা।
জড়িয়েছি আমি যে তোর
মায়ার জালে।


২০/০৫/২০০৮ খ্রিস্টাব্দ
৬ জ্যৈষ্ঠ ১৪১৫ বঙ্গাব্দ