তাহারেই সঁপিয়াছিলাম
হৃদয় কাবার চাবি,
যাহার নিকট ছিল আমার
পাহাড় সমান দাবি।
তাহারেই শুনায়েছিলাম
মনের সকল কথা,
অন্তঃপ্রাণ অহর্নিশ
যাহার সূত্রে গাঁথা!
সে তো আর রাখে নাই কভু
দীনহীনের খবর;
নতুন আশার দ্বীপ জ্বালিয়া
গড়িয়াছিল বাসর!
ভুল মানুষে দিয়াছিলাম
আত্ম-বিসর্জন,
তাই বুঝি ব্যথার দহন
সঙ্গী চিরন্তন!
আজো তাহার পথের পানে
সতত তাকায়ে থাকি;
ফের যদি সে ফিরিয়া আসে
স্বপ্ন জাগায়ে রাখি!


২০ জ্যৈষ্ঠ ১৪২২ বঙ্গাব্দ
ময়মনসিংহ ।