কর্তাবাবু মাছ এনেছে
বিড়াল বেজায় খুশী,
আনন্দে তার ছুটাছুটি
মুখে দারুন হাসি।


মাছ কাটিতে পুকুর ঘাটে
গিন্নি মায়ের পিছু,
পাহাড়াতে থাকে সদা
আশায় খাবে কিছু।


উনুন জ্বলে রান্না ঘরে
প্রাণ উতলে পাকের ঘ্রানে,
একটু স্বাদের মাছের তরে
ধৈর্য্য ধরে প্রহর গুনে।


সবাই যখন মত্ত হয়ে
ভোজন করে খাওয়ার ঘরে,
খেতে পাবে ঠাউর করে
খুশী মনে লেজটি নাড়ে।


সাধের মাছে খাবার পেয়ে
মহানন্দে আহার করে,
স্বাদের রেশে অবশেষে
তৃপ্তিতে তার প্রাণটা ভরে।


ধৈর্য্যবলে সুফল মিলে
অবোধ প্রানী ভাল জানে,
মানব কূলে সফল পানে
ধৈর্য্য জ্ঞান নাহি মানে।


=============