দূরভিসন্ধির কৌশলে ঢাকা
মিথ্যার আভরণ,
সাধুতার বেশে সমতার তালে
বিনয়ের আচরন।
মিষ্টি মধুর পূণ্য বচনে
মনে জাগে অভিলাষ,
আদর্শ কথা বলে যাহা সদা
হৃদয়ে কী আছে, তার বাস।
নিয়মের যত নীতি কথা বলে
অনিয়মে চলে মিতালী,
শত ভেদাভেদে সতত জড়ায়ে
আস্থার হয়েছে বলি।
প্রীতির টানে ক্ষীণ আবেদনে
সততার ভান ধরে,
মুখোশের আড়ালে স্বজনপ্রীতির
হীনতায় সখ্যতা করে।
============