জীবন জোয়ারে , ভাবের আধারে
কত কথা শিখে বলে।
ক্ষণিকের তরে ভাবনার সাধ কিঞ্চিৎ নিয়ে চলে।


গুরুর বয়ান, দিয়েছে জানান
মূর্খতা ধূয়ে যায়।
সাধুতার তরে সাধুভাবে চলে অসাধু চেতনায়।


নিয়মের মাঝে, নীতিবান কাজে
কত শত বুলি ছাড়ে।
ভদ্র মুখোশে কুমনে-কুভাবে হীনতায় মিতালী করে।


জ্ঞানীর কাছে, জ্ঞানের মাঝে
নত হয়ে সবে পড়ে।
হিংসা আর ঈর্ষা বশে তাহারি গীবত করে।


ধর্মের ঝোঁকে, ধার্মিকের সাজে
নানা ধর্ম কথা বলে।
অধর্ম-প্রয়াসে হীনস্বার্থ-লোভে ধর্মকে গুলিয়ে ফেলে।


আপনি সাজে, আপনারে সাজায়
আপন মাধুরী রঙে।
অসাধু নিয়তে সাধনার স্বাদ শূণ্যের কোঠায় নামে।


সময়ের সাথে , সময়ের স্রোতে
দেখেছিনু যত প্রথা।
তলায় তলিয়ে যেতে যেতে তবু ভেসে উঠে হেথা-হোথা।
============================