বৈশাখ তুমি এসেছ নাকী
বছরের পথে ফিরে,
সুখের বার্তা এনেছ কী কিছু
ক্লান্তির অবসরে।

কোথাও আজি নাহি কোলাহল
প্রকৃতির প্রান্তরে,
স্বপ্নেরা সব লুকিয়ে রয়েছে
ব্যাথা নিয়ে অন্তরে।


রঙিন কাপড় জড়ায়ে গায়ে
হৃদয়ের আঙিনায়,
নুতন কথা শুনবে বলে
কেউ নেই প্রতীক্ষায়।


রুদ্রতায় রুক্ষ প্রকৃতির সাজ
জীবনের গেছে ছন্দ,
সুখের ভাবনা ক্ষরায় ভস্ম
আনন্দ-বেদনায় দ্বন্ধ ।


বটের ছায়ায় রাখালের বাঁশী
রোদের তপ্ত দুপুরে,
সন্ধ্যাবেলায় বাউলেরা কাঁদে
একতারায় করুণ সুরে।


সবকিছু আছে ঠাঁই দাঁড়িয়ে
যাহা যেথা চারিধার,
আগামীর পথ কুয়াশায় ঢাকা
ভরে আছে হাহাকার।


কষ্ট শোকে ব্যথিত বেদনা
ধূয়ে মুছে পিছে রেখে,
অনাবিল সুখের আনন্দধারার
আশায় আরতি এ'বৈশাখে।
===============