এমন কবিতা লিখতে চাইনি বাংলার প্রান্তরে
মানবতাটুকু নীরবে কাঁদে
অন্তওে অন্তরে।

নিষ্ঠুর আর নির্মম ব্যথায় গাঁথতে চাইনি পংক্তি
অন্যায় আর অবিচারে মন
হারিয়েছে সব শক্তি।


হতাশায় ডুবে অসতের কাছে হয়েছে সততার বলি
বেদনায় ভরা চরম গ্লানিতে
নীতির জলাঞ্জলি।


কবিতার ভাষায় চাইনি কোন অসভ্যতার গ্লানি
শান্তির নীরে অশান্ত প্রহরে
গড়ায়ে চোখের পানি।


নষ্ট মানসে শত অপরাধে কষ্টের আর্তনাদ
অত্যাচার আর ব্যভিচারের মাঝে
করুণ মরণ ফাঁদ।


চাইনি আমি কবিতায় আঁকতে বর্বতার বিভৎস চিত্র
মনুষ্যত্বের চরম বিসর্জনে
বিকৃত জীবনের সূত্র।


অজ্ঞানতা ,পাশবিকতা আর অন্ধকার যত ভাবনা
পরিহার করে আলোকিত পথে
চাই উজ্জীবন চেতনা।


রূপসী বাংলায় শ্যমল শোভায় আনন্দ রাশি রাশি
অপরূপ রূপে সবুজের ভীরে                                                                                                                                                                          ছড়ানো সোনালী হাসি।
===========